কুমিল্লায় প্রজন্মে’র চড়ুইভাতি বনভোজন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লায় এসো ‘প্রজন্ম’ পরিবারের সাথে মিলে প্রাণের উৎসবে ফিরে যাই শৈশবে এ শ্লোগানে প্রকৃতির সাথে প্রজন্মের বন্ধন চড়ুইভাতি বনভোজন অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্মের আয়োজনে কুমিল্লার লালমাই লেক ল্যান্ড পার্কে শুক্রবার দিনব্যাপি এ বনভোজন অনুষ্ঠিত হয়।

পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্বেচ্ছাসেবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সমগ্র পিকনিক স্পটটি।
প্রথমে সকল সদস্যদের রিপোর্টিং নিয়ে শীতের পিঠা পরিবেশন, টি-শার্ট বিতরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে প্রোগ্রামটি শুরু করে ক্রিকেট খেলা ও বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে ১ম পর্ব সমাপ্ত করা হয়। পরে কৌতুক, দেশীয় গান, নৃত্য, আবৃতি, হাড়ি গাঙ্গা, মহিলাদের চেয়ার ও বালিশ খেলাসহ সবাইকে আনন্দঘন একটি মুহুর্ত উপভোগের সুযোগ করে দেয়।

প্রজন্মের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান উল্লাহর ও পরিচালক সদস্য মাকমুদুল হাসানের তত্ত্বাবধানে সুস্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে দিনটি স্মরণীয় করে রাখা হয়।

বনভোজনে কুমিল্লা বিডি ক্লিনের সমন্বয়ক মোসলেহ উদ্দিন মোল্লা, প্রাণের টানে রক্তদানের সভাপতি সাইফুল ইসলাম সুমন সহ প্রজন্মের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা বনভোজনে অংশগ্রহণ করেন।
শেষপর্বে রাফেল ড্র ও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তি।