দাউদকান্দিতে নকল সরবরাহের অভিযোগে দুই মাদ্রাসা শিক্ষক আটক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নকল সরবরাহে জড়িত থাকার অভিযোগে দুই শিক্ষককে আটক করেছে দাউদকান্দি উপজেলা প্রশাসন। দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলমগীর ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল রোববার উপজেলার দাউদকান্দি মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসা কেন্দ্রে থেকে দুই শত গজ দূরে এতিমদের লিল্লাহ বোডিংয়ের ছাত্রাবাসের কক্ষ থেকে নকল সরবরাহের অভিযোগে দুই শিক্ষককে আটক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিনুল হাসান।আটককৃতদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- দাউদকান্দি উপজেলার কাউয়াদী সিনিয়র মাদ্রাসার আরবি শিক্ষক ও চান্দিনা উপজেলার কই করিয়া গ্রামের মৃত আলী আশরাফের ছেলে মাওলানা শাহজালাল (৪৩) ও একই উপজেলার জিরো আইলা গ্রামের সিরাজুল হকের ছেলে মাওলানা সানাউল্লাহ (৪২)।